সপ্তর্ষি রায়চৌধুরী নাগাল্যান্ডে আয়োজিত সর্বপ্রথম রাপিড রেটিং ওপেন চ্যাম্পিয়ন

GM সপ্তর্ষি রায়চৌধুরী নিজের নাম ইতিহাসের পাতায় লিখে ফেললেন যখন তিনি নাগাল্যান্ডে অনুষ্ঠিত সর্বপ্রথম রাপিড রেটিং ওপেন টুর্নামেন্টে বিজয়ী হন। চারজন খেলোয়াড় - সপ্তর্ষি, তন্ময় রাজবংশী, সোরম রাহুল সিংহ ও অর্পণ দাস প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেন। তাঁরা প্রথম থেকে চতুর্থ স্থান অধিকার করেন টাই-ব্রেক অনুযায়ী যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৩০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৪০০০০, ₹৩০০০০ ও ₹২০০০০ সঙ্গে একটি করে ট্রফি। নাগাল্যান্ড দাবা এসোসিয়েশন এই দুইদিনব্যাপী নয় রাউন্ড রাপিড রেটিং টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ডন বস্কো ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড লিডারশিপ, ডিমাপুর, নাগাল্যান্ডে ২৪শে ও ২৫শে এপ্রিল ২০২৫। ইহা সপ্তর্ষির বছরের দ্বিতীয় টুর্নামেন্ট বিজয়। ছবি: মেঙ্গিসে হেইকম / নাগাল্যান্ড দাবা এসোসিয়েশন